তুমি স্পষ্ট,
তুমি স্পষ্ট আমার স্বাধীন সত্তায়
তুমি স্পষ্ট ঊর্ষার আলোয় উদ্ভাসীত প্রাণে
তোমার বুকে স্পষ্ট হোক স্বপ্ন।
তুমি স্বপ্ন,
তুমি স্বপ্ন এই অকর্মার হৃদদীগন্তের শেষ সীমায়
তুমি স্বপ্ন আমার ভালোলাগার ভালোবাসায়
তোমার মায়ামুখের মায়ায় এহৃদয় হোক বন্য।
তুমি বন্য,
তুমি বন্য মহাকালের মহাকাব্যের প্রতিটি পাতায়
তুমি বন্য সৃষ্টি কর্তার আপন ছোয়ায়
তোমার সব চাওয়াগুলি পাক আজ পূর্ণতা।
তুমি পূর্ণতা,
তুমি পূর্ণতা সমস্ত রকম সত্যের পথে
তুমি পূর্ণতা আর কারো নয়,শুধু আমার
তাই তো আমি শুধু তোমায় ভালোবাসি।