জীবনটা কে আজ বুঝতে চেষ্টা করছি
সত্তার মাঝে লুকিয়ে থাকা মানুষটাকে,
সত্যের সন্ধানে থাকা সদা জাগ্রত মনটা কে
শূন্যতার মাঝেও নিস্তব্ধতা খুঁজছি ।


জীবন সত্তার সংজ্ঞা সুপ্রাচীন
স্নেহ ভালবাসার কোমল স্পর্শে লুকিয়ে থাকে সে
হয়ত জীবনের অপ্রাপ্তি আর অপ্রাসঙ্গিক আবেদনে
অস্পষ্ট দিগন্তের সীমানা অন্তহীন ।

সন্ধানী চোখে আজ আমার অস্তিত্ব
কখনও ক্ষীণ কখনবা তারা সীমানাহীন
আমার মাঝে আমি আমাকে খুঁজছি আর ভাবছি
জীবনের কণ্টকময় পথে কেন আমি সংজ্ঞাহীন ।

জাগ্রত চেতনা আমাকে ভাবায়
আমাকে ভাবায় মন নিয়ে , আমাকে ভাবায় জীবন নিয়ে
শত বেদনা, শত যন্ত্রণার মাঝে আমার সুখ-দুঃখ
কখনও কাদায়,কখন বা হাসায় ।

আমি স্পর্শ করি আর অনুভব্ করি ,
জীবন সত্তার মাঝে আবৃত এই নতুন আমিকে
যে আমি কল্পনা করি বাস্তবতার বিপরীতে
উত্তরহীন থাকার আশায় প্রশ্ন করি সময়কে ।

জীবন সংগ্রামের প্রান্তে দারিয়ে আমি
বাস্তবতার মুখমুখি হয়ে তাকেই প্রশ্ন করতে চাই
সময়টাকে স্তব্ধ করে তার মাঝে হারাতে চাই
শত বাধার মাঝেও সে যেন সুপ্রভাতীনি।

আমি হয়তবা থাকব না,
আমার অনুভুতি সাজাতে আর কেউ আসবে না
কিন্তু আমার আদর্শ বেঁচে থাক , মারা যাক কুপ্রবিত্তি গুলি
তবেই ঘুচবে জীবন সত্তার অপূর্ণতা ।