হঠাৎ করেই ক্লান্ত হয়ে যাই, জীবনের সব রঙ ফিকে হয়ে আসে
সম্পর্কের দুরত্বটা সীমার বাইরে চলে যায়, দুজনের ব্যস্ততা বাড়ে।
চোখে আরাল তুমি বহুদিন
হাসি মাখা সেই মুখটা আর দেখিনা, নীল আকাশের ছোয়া আর পাইনা,
জীবন তার গতিতে এগিয়ে যায়, আবার আমাদের ব্যাস্ততা বাড়ে।
ঘাস ফরিংয়ের ডানায় যেন তোমার ভাল লাগা
তোমার ভালোবাসা ছিল বৃষ্টির প্রতিফোটাতেও
বেলকোনির লাল ঘাসফুলের শিশিরটা?
সেটাও তোমার ভালোবাসায় লাল হয়েছিল
কিন্তু বহু ক্রোশ দুরে তুমি আজ, শত সহস্র দেয়ালের ওপাড়ে তুমি বসে আছ
আমি নিষ্পলক হয়ে তাকিয়ে, ব্যস্ততা বাড়ে আরো কিছু ।
ইচ্ছে হলেও আজ হারাতে পারিনা তাই মায়ায় পড়ে তোমার মত করে ভাবছি
তোমায় না বলা অনেক কথা জমিয়েছি।
অনুভুতির ডাকবাক্সে না পাঠানো চিঠিগুলো জমছে
আমি ঠায় দারিয়ে তোমার অপেক্ষায়, তবুও কেন জানি ব্যস্ততা বাড়ছে।
আজ এত কাল পরে তোমায় দেখেছি, অপেক্ষা শেষ করে আক্ষেপে ভাসছি।
কেন সেদিন তোমার মত করে তোমার চোখে হারালাম না,
তুমি বলেছিলে শত শর্ত ভেঙে দিতে, বাধা ডিঙিয়ে সামনে আসতে
আমি পারিনি, পারোনি তুমিও ।
মুহুর্তে তুমি আবার আড়াল হবে হয়তো, অচেনা হাতটি শক্ত করে ধরবে
আমি আড়াল থেকে দেখব ,হৃদয়ে রক্তক্ষরণ হবে,
ঠোটের কোনে হয়তো তোমার প্রার্থনা ভাসবে
শহরের কোলাহল শান্ত হবে, পাখির ডাক সরব হবে রাতের কোন প্রহরে
আমি নিয়ন আলোয় হেটে যাব , রাতের আকাশে তাদের মাঝেই হারিয়ে যাব
তোমায় ভালোবেসে ছিলাম প্রিয়, এখন আর কিছু নেই।
আমি নিঝুম কোন রাতের নিস্তব্ধ শব্দ হয়ে রয়ে যাব, নয়তো আকাশের কোন নক্ষত্র
আমার রবে শুধু হিমালয়ের প্রসস্ততা আর বাস্তবতার ব্যস্ততা।