নীল আকাশ লাল হবে যখন, মনে রেখ
ঘরে ফেরার সময় হয়েছে তখন।
পাখির কোলাহল খানিক সময়ের, তারপর আসবে নিস্তব্ধতা
আবার, কোন রাত্রীর ঘন কালো পথটা পেরিয়ে
বর্ষার তীব্র বর্ষণ আর ঘুর্ণিঝড়ের হু হু বাতাস সরিয়ে,
শীতে কুয়াশার শুভ্র চাদরের ফাঁক গলে
আলো আসবেই।
তোমার সামনে লক্ষ খানেক বেয়নেট, বোমা আর সাজোয়া
গণ সমাধির মাঝেই তোমার বাস,
তবুও তুমিই ভাঙবে নেপলিয়ন বেনাপোর্ট আর অবৈধ বুর্জোয়া।
তোমার হাতে উঠবে সম্মান আর ভালোবাসা
তোমার উঠনে আসবে ফিনিক্স পাখির শুভ বার্তা।
তুমি জিতবেই।
মেরুদন্ডহীন কোন এক অসভ্য সভ্যতার শরীরে লিখছি
ফিদেল ক্যাস্ট্রো থেকে বঙ্গবন্ধু
কিংবা আন্দিজ থেকে হিমালয়,
সকল শক্তি আর সাহসের নির্যাস তোমার মাঝে,
বীরের কালিমা খচিত পতাকা তো তোমারই সাজে,
মনে সংশয় রেখ না জয়ে, বন্ধু!
তুমি পারবে , তুমি পারবে, তুমি পারবেই।