আকাশেরর কি কোন মায়া আছে?
যে মায়ায় তোমার হাতটা ধরে রাখতে ইচ্ছে হত,
যে মায়ায় তোমার গা ঘেষে পাশে বসতে ইচ্ছে করত।
শুন্যে মিলিয়ে যাওয়ার কি কোন নিয়ম আছে?
যে নিয়মে তোমার প্রতিটি কথা মেনে চলতে ইচ্ছে হত
যে নিয়মে নিলাদ্রীকে রোজ একটা পদ্ম দিতে হত।
ঝর্ণার কি কোন প্রতিজ্ঞা করে?
যে প্রতিজ্ঞার বলে সে আজীবন উচু হতে নিচে পড়ে
যে প্রতিজ্ঞার জোরে কেউ না থেকেও থাকার চেষ্টা করে।
সময় কি কখনো থেমে থাকে?
বাস্তব জগতে যে সময় তোমাকে নিয়ে গেছে অনেক দূরে
পরাবাস্তবে যে সময় তোমাকে করেছে হৃদস্পন্দনের আরো কাছে।
মন কি কখনো কিছু চাইতে পারে?
যে মন সব সময় তোমার জন্য অস্থীর কিছু করে দেখাতে
যে মন চাইতো মা-কে শুনিয়ে দিতে এই হল সেই মেয়ে।
বাক্য বন্দী করে কি কিছু পাওয়া যায়?
যে বাক্য নদীর ওপারেও স্পষ্ট ভাবে শুনছে কেউ
যে বাক্যের বন্ধন কোন এক সময় সমুদ্রের ঢেউ পার করত।
আচ্ছা তুমি কি পড়তে পারো?
বাংলা,ইংরেজী কিংবা পর্তুগীজ ভাষায় আমার লেখা গুলি?
যদি তুমি হ্যা বল, তাহলে তুমি জানো আমি কে।
তুমি জানো তোমার জন্য গোধুলী লগ্নে কে প্রতিক্ষা করে।
তুমি জানো কে তোমাকে মনের কোণে আস্তে আস্তে জমা করে।
ঊষার আলোয় স্পষ্ট হয়ে নিঝুম রাতের স্বপ্ন গুলি।