যদি বদলে যেতে চাও
বদলে যাও!
বদলে যাওয়া তুমি অনভিপ্রেত।

যদি দূরে সরে যেতে চাও
দূরে সরে যাও!
তুমি আমার অনধিকৃত।

যদি মুখ ফেরাতে চাও
ফিরিয়ে নাও!
আমি নাহয় হব উপেক্ষিত।

যদি স্পর্শের বাইরে যেতে চাও
চলে যাও!
স্পর্শহীন তুমি দুর্নমিত।

যদি হারিয়ে যেতে চাও
হারিয়ে যাও!
হারিয়ে যাওয়া তুমি অনাকাঙ্ক্ষিত।

পরিশিষ্টঃ
আমি অবহেলিত, আমি ঘৃণিত,
ভালবেসে আমি পরাহত!
আমি উপেক্ষিত, আমি অবাঞ্ছিত,
কাছে যেতে চেয়ে আমি দুর্বিনীত!

(১৩ই এপ্রিল, ২০২০)