যদি আঁধারের ডাকে-
চাঁদের সম্বিত ফিরে না আসে,
যদি ফেঁটে চৌচির হওয়া মাঠের আকুলতায়
বৃষ্টি না আসে,
ক্ষতি কি তাতে!
একজন থাকবে অপেক্ষায়,
বহুকাল পরে অন্যজন বলবে
'দেরী হোক, পুরোয়নি সময়'।
এখন নাহয় আঁধার-আলোর মত
দু'জন থাকব দুই মেরুতে,
কোনো এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়
পুরনো গল্পে দু'জন ওঠব মেতে।