কোনো একদিন-
মনুষ্যের ধৈর্য-শৌর্য-বীর্যে
ঘোর অমানিশার হবে অবসান,
তুমি আমি আমরা মিলে
ঐকতানে গাইব বিজয়ের গান।
কোনো একদিন-
পৃথিবী আবার হবে প্রাণোচ্ছল,
নিষ্প্রাণ নগরীতে ফিরবে প্রাণ
আমরা হব কর্মচঞ্চল।
কোনো একদিন-
তিমির গৃহ হবে প্রজ্জ্বলিত,
সৈনিকের সম্মুখ সমরে
মনুষ্যের হন্তারক 'করোনা' হবে পরাভূত।
কোন একদিন-
আমাদের ঘুচবে পথের দুরত্ব,
ফোটাবো কথার ফুলঝুরি
রইবে না কিছু অব্যক্ত।
কোনো একদিন-
অনুরাগীর দুঃখ মুছবে,
প্রেয়সীকে আলিঙ্গন করবে-
নির্ভয়ে,
নিঃসংশয়ে,
মিলবে হৃদয়ে হৃদয়ে।
সেদিন আর বেশি দূরে নয়-
যেদিন সবাই কর্মস্থলে ফিরবে,
নতুন করে স্বপ্ন বুনবে,
অভূক্ত ক্ষুধা থেকে মুক্তি পাবে,
মুমূর্ষু সেরে ওঠবে,
ডাক্তার হাসি নিয়ে ঘরে ফিরবে,
মাঠে আবার খেলা জমবে,
টঙ্গের দোকানে আড্ডা জমবে,
উপসনালয়ে প্রার্থনা হবে,
শিক্ষালয় উন্মুক্ত হবে।