তোকে আামার পড়ে না মনে।
শুধু কখন ক্লাসে গিয়ে,
হঠাৎ কোনো কারণে,
কেমন একটা চেতনা যেন,
আমার হৃদয়ে জাগে,
তোর কথা ভাবি বসে,
আমার পড়ার মাঝে।
তুই বুঝি সব বুঝে গেছিস; আমার
কথা ও কাজে।
তুই গিয়েছিস, যেতে যেতে তবু
স্মৃতিটি গেছিস ফেলে।
তোকে আমার পড়ে না মনে।
শুধু যখন কাজের জন্য
সকলে একসাথে
কাজের ফাঁকেই কেমন জানি
তোকেই মনে আসে,
তখন কেন তোর কথা
হৃদয়ের কোণে ভাসে?
কবে বুঝি বুঝবি তুই সেই
আপন হৃদয় ভাষা,
সংশয় ফেলে পূর্ণ করবি
আামার সকল আাশা।
তোকে আমার পড়ে না মনে।
শুধু যখন বসি গিয়ে
ক্লাসের সেই কোণে;
মাঝে মাঝে তাকাই আমি
শত দৃষ্টি' গোচরে
মনে হয়, তুই আমার পানে
দেখছিস নয়নযুগল ভরে।
তুই বুঝি ভাবিস আমায়
ক্লাস ও কাজের পরে।
সকল কাজের পরেও যেন
ভাবতিস আমায় নিয়ে,
সেই ভাবনা রেখে গেছিস
আমার হৃদয় কোণে।
(বিঃ দ্রঃ কবিতাটি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'মাকে আমার পড়ে না মনে' কবিতা অবলম্বনে রচিত)