করোনা সঙ্কটে মসজিদে গিয়ে
সামনে কাতারের পানে চাহি, অবাক হয়ে বলি,
এরা কারা? কেন এসেছে? যারা
সমাজ করেছে নিঃস্ব, সবকিছু করেছে চুরি!

এরা ধার্মিক সেজে, ধর্মের নামে করেছে কপটতা,
ধর্মকে দিয়ে ফায়দা লুটেছে, স্বার্থের নামে
ভালোর বেশে সদা, সমাজকে দিয়েছে ধোকা।

যারা সেবার নামে, সমাজেই বসে, লুটেছে অনায়াসে,
সেবা দেয়নি, দিয়েছে শুধু ক্লিষ্ট প্রতি-ঘাতে!
এরা কি সেই চোর? যাদের, মসজিদে এসে
সামনে কাতারে, নামাজের নেই জোর।

এরা কি সেই চোর? যারা সেবক নামে
সমাজেই বসে, অনিষ্ট তার করেছে অনর্গল!
ভেবে পাইনে, এ কেমন সমাজ? নেই কোনো যার দোল!