সবখানে যেন পদের ছড়াছড়ি
পদ না দিলে, সে কি বাড়াবাড়ি!
আসবো না বাবা, করবো না কাজ
বলবো না কথা, সে কি গো ঝাঁঝ।
মসজিদ কিংবা মাদরাসা গুলো
ধর্মীয় যতো উৎসব বলো।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও, পদের ছড়াছড়ি
পদের জন্য প্রতিনিয়তই, হচ্ছে মারামারি।
রাজনীতিতে বলবো কি ভাই
বলতে আবার লজ্জা কি তাই?
অগণিত সব পদের জন্য, ভীষণ কাড়াকাড়ি
পদের লাগি আপন জনকে, করছে মারামারি।
কাজ যেমন তেমন পদ-ই আসল
পদ না পেলে সবই নকল।
সবখানে যেন পদ নিয়ে ভাই, হচ্ছে দরাদরি
একবার যেন পেলেই ও পদ, কি যে বাহাদুরি!
সভা, সমিতি গুলো না-ই বলি
স্বেচ্ছাসেবীদের একই বুলি।
পদ না পেলে কাজে কারো, নেই কোনো যে জোর
পদই যেন সবকিছু ভাই, সব ক্ষমতার মূল।