কতদিন হলো, পাই না আজো তোর,
কোমল হাতের শুভ্রতায় ভরা, মৃদু পরশ খানি।
রিক্ত স্মৃতির পরশে, তিক্ততার সেই করুণ চাদরে,
অনূভুতি যেন, পাহাড় বেয়ে নদীতে নামি।


কতদিন হলো, হয়নি দেখা, সৌন্দর্যের আড়ালে
ঢেকে থাকা, তোর মিষ্টি চোখের চাহনি।
বিশাল একটা অবসরে, শত কর্মের পরেও,
সেই অনূভুতিটা যেন, কখনো হারাতে চাইনি।


কতদিন হলো, হয়নি শোনা, তোর শুভ্র দাঁতের
আড়ালে লুকিয়ে থাকা, মোহিত করা হাঁসি।
ফিরতে চাই সেই করুণ প্রীতি মাঝে, কখনো যেন
ছিন্ন না হয়, অটুট থাকে, অবিচলিত সেই রশি।


কতদিন হলো, হয়নি তো মানা, ছোট্ট অবুঝ
শিশুর মতো বায়না করা, ক্ষুদ্র ক্ষুদ্র আবদার।
মনে পড়ে ওহে, সেই স্মৃতি গুলো, তাইতো আমি
সবকিছু ফেলে, তোর-ই পানে ফিরে যেতে চাই বারবার।