আমি উম্মাদ নই, তবুও অবাক হয়ে তাকাই তোমার তরে,
এ কেমন পৃথিবী সৃজিলে, সদা, পিছু নাহি মোর ছাড়ে!
আমি অবাক না হয়ে পারিনে কো, তোমার সৃজন দেখিয়া,
মনে হয়, ধন্য হই, প্রশংসার বাণী গায়ে মাখিয়া।
সৃজিত এ ধরণীর, আনাছে কানাছে, লাবণ্যে ভরা,
চোখ যায় যতোদূর মোর, শোভিত করে, তার রূপের পসরা।
এ যেন তার রূপ লাবণ্য, যেথায়, মুগ্ধতা ভর করে,
তার সৃজনে বিভোর হয়ে, ছুটি আমি বারে বারে।
মুগ্ধকারিনী সৃজন দেখিয়া, খুঁজি ফিরি আমি তারে,
খুঁজে নাহি পাই, কেমন জানি, এক শূন্যতা ভর করে।
বিশাল শূন্যের সাগরে ডুবিয়া, ভাবি আমি সারাক্ষণ,
এই বুঝি হলো দর্শন তার, কেটে গেলো সব ভ্রম।
তবুও, কৃতজ্ঞতা প্রকাশে উদাসীন আামি, নেই কোনো অনুতাপ,
অবাধ্যতা বশত ভুলে গিয়ে আমি, করে বসি অঢেল পাপ।
সেই অঢেল পাপের বোঝাই মাথায়, ফিরি আমি বারে বারে,
সব ভুলে গিয়ে নিবৃত্তি করো, নতজানু চিত্তে, আরজি তোমার তরে।