দীর্ঘ সিয়াম সাধনার পরে, এলো, কি যে এক সুখের দিন,
শত প্রতীক্ষা আর বিসর্জনে,এ যে এক শীতল ছায়ায়, যেখানে,
একই সুরে সবার ঘরে, বেজেছে আবার সুখের বীণ।

দিন মজুর আর স্বপ্ন হারা, সকল ক্ষেত্রে আমীর যারা,
ওমা! কেমন করে ওরা, ঈর্ষা বিবাদ সব ভুলে গিয়ে,
দুঃখের বদলে সুখের জন্য, কেমন জানি পাগলপারা।

মহামারীর দীর্ঘ বিষাদের মাঝে, একটুখানি প্রশান্তির টানে,
সকল গ্লানি পিছনে ফেলে, ছুটছে সবাই সবার তরে,
গাহিয়া এক নতুন গীতি, বিষাদহীন এক জীবনের পানে।

জীবনে মোদের যতোই আসুক, প্রলয়ঙ্কারী ঝড়ের ধ্বনি,
সকলে মোরা সকলের তরে, আপন জীবন বিলিয়ে দিয়ে,
জয় করিব ভালোবাসা দিয়ে, সকল প্রকার হর্ষধ্বনি।

সমাপ্তি হোক দুঃখ গুলো, মিলিয়ে যাক আপন তালে,
ছড়িয়ে পড়ুক ঈদের খুশি, সর্ব জনের ঘরে ঘরে।

(বিঃ দ্রঃ কবিতাটি মূলত, করোনা সঙ্কট মাঝে ২৫/০৫/২০২০ ঈদুল ফিতর উপলক্ষে রচিত)