আমি কবি নই, তবুও কবিতার কথা বলি,
মাঝে মাঝে মনের ভিতরে উঁকি দেওয়া
কিছু কথা, সদা প্রকাশ করে চলি।
আমি মানিনে কো বাহ্যিক পরিবর্তনের এ ঢল,
তবুও সমাজের ছলনার এ মুখোশ উন্মোচনে,
আছে মোর হৃদয়ে এক পাহাড় সম বল।
আমি বিপ্লবী নই, তবুও বিপ্লব মোরে করে তাড়া,
সমাজের অনিষ্ট সাধনে অগ্রগামী যারা,
বিনাশ সাধনে তাদের, সদা বদ্ধপরিকর মোরা।
আমি বিদ্রোহী নই, তবুও বিদ্রোহ মোরে জেঁকে বসে,
চারিপাশে ঘুরেফিরে তাকাই, ভয়ে আমি,
নরখাদকের মতো জন্তুগুলোর থাবার ত্রাসে।
আমি ভিতু নই, তবুও ভয় আমার সঙ্গী নিত্যকার,
চারিপাশে মানুষ রূপি জন্তুর ভয়ে,
দুর্বিষহ সদা মোর জীবনের কারবার।
আমি ধার্মিক নই, তবুও ধর্মের কথা রীতিমতই বলি,
ধার্মিক রূপে ভণ্ডদের মুখোশ উন্মোচনে, সদা
ব্যস্ত আমি, নিজের মনোবল দৃঢ় করে চলি।
আমি সেবক নই, তবুও সেবা-ই যেন মোর সান্ত্বনা,
সবকিছুর পরেও মনে হয়, একদিন জানি
দূরীভূত হবে, সমাজের মাঝে লুকায়িত বিড়ম্বনা।
আমি অবিশ্বাসী নই, তবুও মেকি ছাড়ে না মোর পিছু,
বিশ্বাস যেন আসে না কোনোভাবেই, দেখে,
সমাজের ভদ্রতার আড়ালে ঢেকে থাকা সবকিছু।