কবিতা আমকে ভুলে গেছে! নাকি আমিই?
দর্শক মন্ডলী পায়ের উপরে পা তুলে বসুন
আপনাদের সামনে দাঁড়িয়ে ইলেকট্রনিক দু ঠোঁট নাড়িয়ে বলছি -
কবিতার প্রতি আমার কোন অভিযোগ নেই
পাখি জানে অদৃশ্য সমকাল কবির আপদামস্তক আচ্ছাদিত
অন্ধকারে নয় এবার আলোতে হাতড়ালে কবিতা গালি দিয়ে বলে- অপদার্থ !
ভাবনা জমিনের বিস্তৃত রানওয়েতে ল্যান্ড করেনা শব্দের বিমান
এখন সমস্তু মস্তিষ্ক জুড়ে কবিতা অঙ্কের ঐকিকনিয়ম।
সৌমিত্রকে বলেছিলাম কবিতা শিখার দরকার নেই, আকাশ শিখো
তচনচ করে দাও কালো মেঘ আর বাতাসের উম্মাদ জটলা
সে ফিক করে হেসেছে, বলেছে দাদা ছাড়োনা ঐসব, গান ধরো
অমাবশ্যার ঘোর অন্ধকার, বর্ষাস্নানে ভেজা কাক ভেজা রাস্তা
কালো মেঘে ছুড়ে দিলাম কবিতার বিষ বর্শা
কথা ছিলো উল্টো বিঁধবে বুকে, হলোনা।