এক কোটি বছর আগে উঠতো চাঁদ, অস্ত
যেত সূর্য -
গভীর
অন্ধকারে মাঝে হতো জোছনার
আলো উত্সব
শহুরে রাস্তায় নিয়নের যান্ত্রিক
আলোকচ্ছটা
বৃষ্টি আর বৃষ্টিদের ফোঁটা আসতো
ভেতর কাঁপিয়ে আসতো কুয়াশাচ্ছন্ন
শীত
লেপ্টে থাকা শ্যাওলা ধরা পথ
বরাবরি পিচ্ছিল।
এখনো সব প্রকৃতির নিয়মে!
তবে কি নেই আগের মতন?