জন্মের আগে সত্য পাখি ছিলাম মনে আছে ঢের!
এডাল ওডাল সবুজে বসত, ভালোবাসি সবুজ
তারপর বহুপ্রতিক্ষিত মানুষ্যজন্ম একদিন মানুষ হলাম
বেড়ে উঠি বড় হই আর বড় হয় সেই চিরসবুজ ভালোবাসা

কুয়াশা দেখেছি, দেখেছি শিশিরের সাথে কুয়াশার প্রেম
মাছের সাথে জলের, ঝিনুক আর মুক্তোর কি গভীর প্রেম
দেখেছি পাখিদের প্রেম কুহু ডাকে
তারপর পার হলো আমার কৈশোর;
যুবক হতে হতে সে ভালোবাসা হয়েছে গাড় সবুজ
কঠিন ইস্পাতের গায়ে যেমন লেপ্টে থাকে দৃঢ়তার সবুজ রং
অতপর খুঁজতে থাকি সেই সবুজ, কোথায় সবুজ?

গাছের ডালে, জনারন্যে বনে সমুদ্র প্লাবনে মিছিলে স্লোগানে

চাঁদের বুড়ির কল্প কথায়,স্মৃতির শোকগাথায়
হিবিজিবি গোলকধাঁধাঁয়, জীর্ণশীর্ণ চারুলতায়
কোথায় সবুজ কোন নগরীর নিস্তব্ধতায়?

একদিন পথ ভুলে দেখি অর্ধনিমগ্ন ঘুমে বেসামাল  বিশুদ্ধ সবুজ
আকাশ সাক্ষী রেখে বলেছি পৃথিবী শুনুন -

হে সবুজ! আমাকে রাঙ্গাও চিরহরিৎ
ভালোবেসে আজন্ম অরন্য হয়ে রই।

- আকাশ সাক্ষী রেখে বলেছি
১৪-০২-১৫ইং