শব্দ আজ কবিতার দূরত্বে দির্ঘায়িত পথ
কাছাকাছি শব্দ আর কবিতা অথচ কি বিস্তর দির্ঘায়ু দূরত্ব
হাত বাড়ালেই পায় অথচ দুজনের কয়েকশ মাইলের পথ
ধীরে ধীরে হৃদয়ের সমস্ত অক্সিজেন শোষণ করে কার্বনডাই অক্সাইড ।
শব্দ এখনো জেগে কবিতা ঘুমিয়ে পড়েছে
একই শহরে কাছাকাছি বিশাল দূরুত্বে ।
ব্যাবধান
- জেবাউল নকিব