বর্ষা তুমি হয়ে যাও আউট পুট ডিভাইস
রির্মোট কন্ট্রোল সিস্টেমে চাইলেই জড়িয়ে ধরো,
ঝুম হয়ে এসো এ পাড়ায়, বুকের বামে বিশাল খরা
ভিজিয়ে দাও শুকনো খট খটে অতৃপ্ত হৃদয়
রেইন কোর্ট নেই তাই মন ডেকে রাখি টি-শার্টেই ।
বর্ষা তুমি এ বছর আসোনি আলপনায়
বৃষ্টির রঙে রাঙেনি পথ, দাঁড়িয়ে আমি গ্রীস্মের মত
তিরিশ দিন তুমি আমি আর এক নেই
বর্ষা তোমার বিচ্ছেদে নিছক স্বপ্নের শরীর নদী হয়
রাত জেগে থেকে ভোর রাত হয়, চলে পারম্পর্যকতা ।
অভিশপ্ত প্রেতের বেমানান তালাশ চলে মন ও মননে
বর্ষা তুমি নেই, দিনানুদিন বাড়ছে দূরুত্ব
এক শহরে বর্ষা আর আমি, অথচ কি দারুণ উপচে পড়া ব্যবধান
বেঁচে থাক বর্ষা, স্থায়ি হোক খরায় গ্রীস্মের আমি
দীর্ঘায়ু হোক কাঁদা মাটি আর বর্ষার বসবাস ।
আজ ওখানে ঐ সমুদ্র ধারে, আকাশে মেঘ জমে ছিলো
তখন মেঘে মেঘে বৃষ্টি, অতঃপর সমুখে বর্ষা
এদিনে জন্ম বর্ষার, আমার পৃথ্বী হয়ে আসে
আজ থেকে বিশ বছর আগে শুরু হয় বর্ষার তীর্থযাত্রা ।
হৃদয় উপত্যকায় বর্ষার নিবিড় স্পর্শে কাটুক প্রত্যেক সকাল
বিস্তর ব্যবধানে বেঁচে থাকুক দীর্ঘায়ু মেঘবতী বর্ষা ।


বর্ষা আয়োজন