তাড়িয়ে দিবে দাও, আমি থাকবো না
সন্ধ্যায় নতুন আপেলে চোরা চালাতে যখন মনে হবে
তোমার পাশে আমিটা বেমানান
তখন মুখ ফুটে বলে দিয়ো, আমি থাকবোনা ।
সহস্র পথ হাঁটার পর যখন আগুন্তুক আমি দাঁড়িয়ে
আঁচলে আরেকটু ডেকে দিও, মুখ বাকিয়ে চলে যেও,
আমি থাকবোনা ।
শরীরের বিশ্রী গন্ধ নাকে আসার আগে চেপে ধরবে
তুচ্ছ চোখে দেখো
গলির মোড়ে পড়ে থাকা শূণ্য বাদামের মত,
মাথায় বেণি কাটতে চিরনি হাতে পাবে একটা উকুন
নকের আঘাতে থেতলে দিও,
যেমনটা থেতলে দাও অদৃশ্য ভিতর বাহির ।
পাখিদের কাছে সবটুকু বিষাদ অবিক্রীত রয়ে গেছে ।
মধ্যে নিশ্চিত হৃদয়, বাম পাশে তুমি
আর সব পুড়ে গেছে নিকোটিনে
বাকি থাকে অজস্র হাইড়েন ফোল্ডারে গোপন ব্যাথা ।
-জেবাউল নকিব
২০/০৫/২০১৪