কথা ছিলো রোজ সকালে কদমের ডাল ভেঙে যাওয়ার
কথা ছিলো জোনাকিদের ডানায় আলোদের মিছে মায়ার ।

কে বেঁধেছে ঘর ওপাড়ায়, কার হয়েছে পুকুরে মস্ত বোয়াল
কার শাশুড়ি বড্ড দজ্জাল, কোন জামাইটা বৌ পেটায়
কথা ছিলো মাথা ভরতি প্রোবলেমের
সময়ে অসময়ে দৌড়ে আসা মৌমাছির দল
সুতো ছিড়ে যাওয়া এক ঘুড়ির গল্প
আকাশের মন খারাপের, হিজিবিজি বাতাস আর রোদের
হালার কাক বড্ড ইবলিশ, কথা ছিলো তারো
একলা ছেলে আর দাঁড়িয়ে থাকা  ইস্টিশনের
চায়ের কাপ, দোয়া দোয়া সাদা রঙ এর
কথা ছিলো, কথা আছে
কাল রাতে'র ।

হঠাত্‍ যদি অ-দেখায় দেখা হয়ে যায় -
তবে, অ-সময়ে বলে দিবো সর্টকাট,
অ যুক্ত অকথ্য সব ।

কথা ছিলো
- জেবাউল নকিব
১৭/০৫/২০১৪