এখানে নিয়মিত চর্চা হয় অপূর্ণতার, এখানে হৃদয়
মন বুণে চলে দিন দিন অন্ধকারের চাষ
অন্ধকারেরা রাত হয়, হিংস্র হয়, প্রেতআত্মারা ভয় দেখায়
চেপে ধরে, মাকড়সার জালে, আঁধারে আঁধারে ।
কষ্ট নিবো কষ্ট,
এক পৃথিবী কষ্ট দিতে এক রমণি যথেষ্ট ।
মন বুঝিনা শরীর বুঝি, বুঝিনা প্রেম দেহ বুঝি
'আমি' নামক লোকটা বেশি নষ্ট ।
আমি'টা মানুষ ছিলাম এখন অজগর
দূরে থেকো, সুযোগ পেলেই গিলে খাবো
বড় হতে হতে সময় শিখিয়েছে পশু হতে
যান্ত্রিকতা শিখিয়েছে মাটি থেকে পাথর হতে
বিভত্স পঁচা লাশ দেখে হেঁটে যাওয়া, শিখে গেছি
এখন পুরোটা জুড়ে কেবল মাংসের লোভ
যে সময়ে আমি মানুষ নই, সে সময়টা তোমাদের ।
এখানে এই অন্ধকারে দাঁড়িয়ে,
আমি আমাকে নিখোঁজ ঘোষণা করলাম ।
আজকাল জীবন যাপন
- জেবাউল নকিব
০৮/০৫/২০১৪