হাসি-খুশির,রক্ত মাংসের চামড়ার আবরনের দেহ এখন পরিণত হয়েছে জীর্ণ-শীর্ণ, মন হয়েছে হাজার বছর পুরনো মৃত ফসিলের ন্যয়। ধ্বংসের শেষ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনা। জানিনা কবে শেষ হবে অসুস্থতার এই জীবন। জানিনা ঠিক কতবার তোমার কথা ভাবতে ভাবতে পথ হারিয়ে ছুটতে হবে আমায় দিক বিদিক। মৃত ফসিলের মন হুট করে জীবিত হয়ে পারমাণবিক বোমার রূপ নিয়ে আত্মচিৎকারের মাধ্যমে ডাক দেয় তোমায়। এর পরিণতি হয় প্রথম বিশ্বযুদ্ধেরই ঠিক প্রতিচ্ছবি। আমি চাই এই ক্যাডাভার এ আবার যেন অশরীরী সত্তা আসে, অশরীরী সত্তাটি যেন তুমি হয়ে আসো
নোহান