রৌদ্দুরের অন্তহীন
প্রকান্ড উজ্জ্বলতায়
চোখে সম অন্ধকার নামে
রক্তে মাংস তৃপ্তি খোঁজে,
সুখের প্রাসাদে মর্মর বিষাদে
যে ভালো লাগানিয়া ছেড়ে যায় নীড়
ব্যর্থ উদ্ভ্রান্ত, অস্থির।
সময়ের আবর্তনে, অদৃষ্টের ক্রুর বাঁকে বাঁকে
মস্ত শহরে ব্যস্ততা ভুলে ছুটে চলা কেবল অন্ধকারে,
আমি সেই ভীড়ে নিঃশেষ মিশে গিয়ে
খুঁজে ফিরি তোমার সে হাস্যজ্জ্বল মুখোশ্রী
দিন শেষ আঁধার নামে
শহর জুড়ে নামে ঘোর অমানিশা
পায়ে পায়ে ফিরে আসি
অবোধ, অগাধ বিশাল বিশ্বাসের পাহাড়
পিছনে ফেলে আমি ফিরে আসি
একবুক যন্ত্রনা সঙ্গী করে
চার দেয়ালের বন্ধী ঘরে।