জীবনে বেঁচে থাকার জন্য
খুব বেশী জরুরী
প্রবঞ্চনা ঝেড়ে ফেলে
ছোট ছোট সুখ করে চুরি,
মাথা হেট, ফোঁটা ফোঁটা ঘাম
ধুরন্ধর চাহনি
সব ঝেড়ে ফেলে অকস্মাৎ
ভুলে যাওয়ার খেলায়,
অস্ত্রোপচারের পরে যন্ত্রনার ঢেকুর গিলে
নিজের অবশ শরীরের নিস্তেজ মন প্রাণে
কি আশ্চর্য এর পরও দিব্যি ভালো আছি
করে জীবনের সবটুকু সুখ চুরি,
নষ্ট হওয়া সুখ, নিরাবরন যন্ত্রনা
হৃদপিন্ডের চঞ্চল বাতাস
তন্দ্রার ঘোর ছিঁড়ে
সহনাতীত সুখের খোঁজে
আশ্রিত আঁধার ঠেলে
আলোর ভগ্নাংশে লুটুপুটি করে
সুখটুকু আজ নেই খুঁজে।।