আমার পরিবর্তনের অর্থ
এই সমাজের বুকে
এক দলা থু থু
ব্যবিচারে বেড়ে উঠা কীটের দল যত
ধিক্কারে হয়না এরা নত।
আমার পরিবর্তনের অর্থ
লজ্জায় মাথা নত
বিচারহীনিতায় কাঁদে
তনুদের খুবলে খাওয়া দেহ।
আমার পরিবর্তনের অর্থ
মানবের ভাগ্য আজ মুষ্ঠিগত
অবিরাম অধঃপার
বাঁচে শুধু দম্ভের হাত।
আমার পরিবর্তনের অর্থ
অন্তরালে থাকে
অমানুষগুলোর মুখোশ
মুখ বুঝে ঢেকে রাখি
জরার আক্রোশ।
আমার পরিবর্তনের অর্থ
মর্মাহত মানুষের দুঃখে
লজ্জা অপমানে
উদভ্রান্ত অর্থহীন চোখে
আকারহীন হিংস্রতা আর খলে
অনিশ্চিত ফেনিল জলে।
আমি পরিবর্তন চাই.....
ঘুনেধরা এই সমাজের
আশায় বাঁধি বুক একদিন
আকস্মিক!!!
শব্দহীন এক বজ্রপতনে
সাঙ্গ হবে লিলা ক্ষমতা পাপীদের।