দিন শেষে সবাই যখন আমায় ব্যাঙ্গ করে
তখন আমি নিশ্চুপ থাকি, এটা যে প্রাপ্য ছিল আমার।
কত করে চেয়েছিলি তুই পাঁজর ঘেষে হৃৎপিন্ডে;
ক্লান্তি ছিল, জল ছিল চোখে, তবুও আমি কিছুই দেখিনি
বোকার স্বর্গে তখন বাস করছিলাম আমি।
নিরন্তর ঘুমের দেশ থেকে কখনো ডাকি নি তোকে
কখনো বলিনি, ভালবাসা দিয়ে ভালবাসা নে;
কখনো বলিনি ডেকে, দেখ, আমার চোখে তুই
তোর চোখে আমি ভাসি, সোনালী স্বপ্ন ছুঁই।
চলে গেলি তুই, রেখে গেলি বুকের পাশে পদছাপ
অতীত এখন ধিক জানায়, দেয় প্রতি পদে অভিশাপ।
অপরাধ বোধ জেঁকে বসেছে, দেহের ভিতরে
আঁধারের পথিক হয়ে আমি ঘরে ফিরি, দেহ ছেড়ে
আঁধারের পথিক হয়ে আমি ঘরে ফিরি, আলো ছেড়ে।