আজ মৃত্যুকে বড্ড কাছ থেকে দেখতে ইচ্ছে করছে।
ঘুমকে আমার মাঝে মাঝে মৃত্যু বলে ভুল হয়;
মনে হয়, না জাগলেই তো মৃত্যু, নিশ্বাসের ছন্দপতন না হলেই তো সব শেষ।
আর কোনদিন বাঁকা চোখে তাকাতে পারবে না
সকালের শিশিরে পা ডোবাতে পারবে না
গোধূলি বেলায় কোন পাখিকে ঘরে ফিরতে দেখতে পারবে না।
কিন্তু ঘুম কুমারী আর ঘুমায় না, জেগেও বেঁচে থাকে না;
সব চিন্তা মরে গেছে, ক্ষত বিক্ষত হয়েছে চোখের পাপড়ি
শুকিয়ে গেছে চোখের জল, জেগেও মরে গেছে ঘুম কুমারী।