এই আমি আছি নিজের মাঝে
কখনও আবার আমি নেই,
আবারো মেতে উঠি কথার সাঁজে
হঠাৎ-ই হারাই কথার খেই।

তুমি বোঝ না, তারা বোঝে না
কখনও নিজেও বুঝি না নিজেকে,
হঠাৎ-ই আবার অপরিচিত কেউ না
সবাই অনুভূতি দিয়ে ছুঁয়ে যায় আমাকে।

কখনও আবার আড়ালে লুকিয়ে রাখি
আমার ব্যার্থতা আর ভালোবাসা,
তখন আমি একা, শূন্য চোখে চেয়ে থাকি
সেই সময় আমায় জড়িয়ে রাখে নীলিমা।


** নোট : নীলিমা বলতে এখানে কষ্ট বোঝানো হয়েছে।
কষ্টের রং কে আমরা নীলবর্ণ দিয়ে বুঝি। নীলিমা মানেও নীলবর্ণ।