নিভু নিভু দীপ নিভে যায় যাক
চাঁদের আলো তোমার মুখে খেলুক,
খোলা চুল আজ খোলাই থাক
তোমার চুলে আজ আমার বুক ঢাকুক।
খোলা জানালা আজ খোলাই থাক
দখিনা বাতাস আমাদের ঘিরে খেলুক,
চোখে আজ কৃত্তিম শাসন লেগেই থাক
আমার ঠোঁট ছু্য়ে যাবে তোমার চিবুক।
শ্বাস-প্রশ্বাস আরও ক্ষিপ্ত হচ্ছে হোক
আরও জোরে ওঠা-নামা করুক বুক,
যদি সব নরক হয়ে যায় তাই যাক
হবে কি তাতে তুমি একটুও অবাক!