কাল্পনিক রাক্ষসের কথা ভেবে
তোমরা কাঁপো থরথর করে
আবার তোমরা'ই রহস্য করে
রাক্ষসের ভয় ছড়িয়ে দাও সবার মাঝে।
অথচ তোমার পাশে যে মানুষ'টি
ভদ্রতার মুখোশ পড়ে দাঁড়িয়ে আছে,
মুখোশ খসে পড়লেই দেখবে কুশ্রী
যা কল্পনার রাক্ষস'কেও হারিয়ে দেবে।
যত উপরেই থাকুক মাথা
পা'টা তো তার নিচেই থাকবে,
যেখানে সবার উপরে মানুষ দেবতা
সেখানে কি পশুরা নিচে থাকবে?
মানুষ'ই কালো-ধলো মানুষ'ই উত্তম
আবার মানুষ'ই কুশ্রী রাক্ষস,
জগৎ জুড়ে মানুষ'ই অধম
মানুষ'ই মানুষের কাছে ত্রাস।
জগৎ মাঝে কিছু মানুষ'ই
অপরের উপকার সাধন করে,
আবার কিছু মানুষের মাঝে'ই
কুশ্রী রাক্ষস বসত করে।
তাহলে সবার উপরে মানুষ সত্য
কিভাবে বলবো সব মানুষ'কে,
মানুষ'ই হয় মানুষের ভক্ত
মানুষের রক্ত'ই লাগে মানুষের মুখে।