তুমি তো রাতে সঙ্গি হও আলোর
যদিও বা আমি পুরনো অন্ধকার,
অন্ধকারের ভয়ে বন্ধ করেছ দ্বার
তবুও ফিরে আসলে কেন আবার।
ফিরে যাও ঘরে, বন্ধ করো দ্বার
এসো না এসো না কখনো'ই আর,
মৃত্যুর মতই ভয়ংকর এই আঁধার
এখানেই আছড়ে পড়ে অধিকার।
সেই অধিকার হবে যন্ত্রণার পাহাড়
ওঠাতে পারবে কি তা কভু আর,
তারচেয়ে ভালো থাকো আলোর ভিতর
কি দরকার তোমার পথ হারানোর।
আলোতে উষ্ণতা আছে, আছে আদর
উষ্ণতায় চোখ বন্ধ করলেই নামে আঁধার,
করো না করো না তুমি চোখ বন্ধ আর
কারন আমি'ই তো ঐ নিকষ আঁধার।
আঁধারে ভয় আছে, ঘ্রান আছে মৃত্যুর
আবার এই আঁধারেই স্মৃতিরা বাঁধে ঘর,
এই আঁধারে'ই বাস করে সত্ত্বা তোমার
ক্লান্তির শেষে ঘুমের দেশটাও তো আঁধার।
ফিরে এসো না আর নতুন করে আবার
আলোর বুক থেকে এই আঁধারের ভিতর,
স্বপ্নের ভিতরও ভাল আছি যা দেখবে না আর
আলো নয়, স্বপ্ন দেখতে লাগে যে আঁধার।