আজকের দিনে সবাই দিয়ে চলেছে
ভালবাসা, স্পর্শ, উষ্ণ হাসির'চ্ছটা।
সবাই কাছে চলে এসেছে।
দেখার মত কাছে, ছোয়ার মত কাছে।
অথচ আমি দূরে, বহুদূরে।
গাংচিলদের ভিড়ের একটু কাছে,
সাদা বকের ঝাঁক উড়ে যায় মাথার উপরের আকাশে।
চলে যায় দূরে, বহুদূরে, নীলের ঐপারে।
শুধু নীল সাগর আমার পাশে নেই,
চাঁদের আলোয় টলমল জলও নেই
সেই জলতো এখন তোমার চোখে।
ভালোবাসা, স্পর্শ অনুভূতি, উষ্ণ হাসির বিনিময়ে
ফোটায় ফোটায় ঝরাচ্ছ চোখের জল।
অথচ আমি চাতক পাখি, আমি জলের কাঙ্গাল
আমার পিপাসা মেটাতে রাখবে কি একটু জল?
হয়ত মুখ ফুটিয়ে কিছুই দিতে পারবো না
হাত ধরে তুমিই না হয় নিয়ো কিছু।
নিতে কি খুব বেশি কষ্ট হবে ?
খুব বেশি কষ্ট হলে নেওয়ার প্রয়োজন নেই
শুধু বুকের খাঁচার উপর তোমার নরম হাতটি রেখ।
তোমার বুকের মত উষ্ণতা আমার বুকেও পাবে।
তখন অনুভূতিই অনুভূতিকে বুঝে নেবে।
উৎসর্গ : তোমার জন্মদিনে আমার এই ছোট্ট উপহার।
সবার উপহারের মাঝে হয়ত সত্যিই সামান্য।
আমি সামান্য জিনিস ছাড়া বড় কিছু দিতে পারি না।
কেউ বড় কিছু দিলে তার গুরুত্ব বেড়ে যায় কিন্তু অনেক কাছের মানুষ অনেক ভাল কিছু দিলেও তা তখন একটু সময়ের জন্য হারিয়ে যায়। কাছের মানুষগুলো ঐ একটু সময়ের ভালবাসার জন্যই কাঙ্গাল হয়ে থাকে বাদ বাকি সময় যার যার কৃত্তিমতার মাঝে হারিয়ে যায়।