যেখানে একদিন তুমি ছিলে
সেখানে তুমি নেই এখন,
তোমার জায়গায় কেউ আসবে একদিন
পূরণ করবে তোমার আসন।
নতুন যে আসবে
তার সাথে তখন কিছু কথা হবে,
তখন তুমি থাকবে না আমার পাশে
থাকবে না আমার সংস্পর্শে।
তুমি কত প্রিয় ছিলে আমার
নতুনকে বলবো এই কথা,
দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে বলবো
আমাদের অতীতের স্মৃতিকথা।
তোমার স্মৃতিগুলো ভাবতে ভাবতে
হয়ত অনেক দিন পার হয়ে যাবে,
তারপর একদিন ভুলে যাব তোমাকে
তখন সম্পর্ক হবে নতুনের সাথে।
তুমি যদি থাকতে আমার পাশে
তাহলে ভুলতাম না কখনো তোমাকে,
নতুনও যদি না থাকতো আমার পাশে
তখন স্মৃতিতেই তুমি থাকতে মিশে।
তোমাকে আমি যেভাবে যাব ভুলে
নতুন আর নতুনদের কাছে পেয়ে,
তোমার জীবনেও এই সত্যটা হবে
আমারই মত করে।
পৃথিবীর এই অমোঘ নিয়মে
অনেক জনের সাথেই হবে দেখা,
তখন কি আমার মনে পড়বে
তোমার-আমার অতীতের স্মৃতিকথা।
জীবনে আমি যদি বড় কেউ হই
আর তুমি যদি হও ছোট,
কখনো যদি দেখা হয়ে যায়
কথা হবে কি আগের মত?