এমনি করে কোনো এক ঝুম বর্ষায়
আমিও যাবো চলে .....
হাঁটবো না আর চেনা শহরে
চড়বোনা আর গাড়ি
থেমে যাবে সব মৃদু আলাপন
ফিরবোনা আর বাড়ি
আধাঁরিতে হবে আমার বসবাস
নেবে না কো কেউ খোঁজ
এই তোমরাই পাল্টে যাবো ভেবে
খোজঁ নিতে মোর রোজ..
কতশত কথা কতশত স্মৃতি পড়ে রবে অযথাই
টঙের চায়ের মধুর আড্ডায় সেই আমিটাই নাই