চৈত্রের মাঠাফাটা রৌদ্রতাপে
জ্বলেপুড়ে যাওয়া ঘাস
গোধুলীর আবির মাখা রঙে
অস্তমিত এক রক্তিম সূর্য
কিংবা
জোনাক জ্বলা জোছনা
কার্নিশে আলোর ফোয়ারা
নিকষ কালো মেঘ
অথবা ঝুমবর্ষা
সবই যেনো প্রাণ ফিরে পায়
তোমার আলিঙ্গনে
তোমায় হাসির ছলে ,তোমায় আখির জলে
তোমার কাজল চোঁখে ,তোমার নোলক বাধা নাকে
তোমার মেঘকালো কেশে, অবেলায় ভালোবেসে
ছায়া হয়ে রয়ে যেতে চাই এই আমি