এই অভিমানীতা
শুনছো তুমি?
এখনো কী নিঝুম রাতে বিষাদ খোঁজো স্মরণের জানালায়?
চুপিসারে চিরকুট জড়িয়ে কাঁদো বুঝি?
অবেলায় কী ঝরে পড়ো শুকনো পাতার মতোন?
নিংড়ে কী যাও কৃষ্ণচূড়াদের রঙে?
জানিও কিন্তু -


অপেহ্মায় প্রহর গুনছে ওপাশে কেউ ।