কত যতনে ভুলে গেছি তোকে
অতি আদরে কষ্ট রেখেছি পুষে
জানিস কী সে ডাকবাক্সে
আজও ঝুলে আছে মরিচাময় তালা
তোর জন্যে এ বুকে জমে আছে
হিমালয়সম ঘৃনা
আমি ছুটে গিয়েছি ওই সাগরতীরে
ছুঁয়ে দেখতে উত্তাল ঢেউ
ছোঁয়া হয়নি সেসব কিছুই
নিস্তব্ধতায় ঘিরে রেখেছে কেউ
কষ্টের এ বলয় টা একটিবার যদি দেখতিস ছুঁয়ে
পরিধি খুঁজে পেতিনা তুই, মিশে যেতি অমানিশার আঁধারে