বিষবৃক্ষের মতো গেথে যাওয়া তুমি
আজও হওনি কো ম্লান
ফেলে যাওয়া স্মৃতি শেষ আকুতি
হ্মনে হ্মনে মনে হয়
নির্ঘুম চোখ জানে যতটা
রাতের আধারে ব্যাথা কতটা
ঠোটের উষ্ণ পরশে উড়ে যায় নিকোটিন
এভাবেই মোর রাত পেরোয়
আসে কত নবীন দিন
চাঁদটাকে দেখে, রেখে দেই আখিজোড়ার আড়ালে
এই বুঝি মোর শ্যাম হাসিলো স্পর্শ দিলো গালে
ধুর ছাই ! আলোতে আলো নাই
আধার খোঁজে মোর সুখ
তুমি নেই ভেবে তাকাতে গেলেই
কেঁপে ওঠে মোর বুক।