তুমি কী জানো প্রিয়?
রাত যদি রুপোর হয় তবে চাঁদ জেঁগে আছে নিশ্চয়ই,না দেখেই বুঝে নেই অন্তরে অন্তরে-বিশ্বাসে
তুমি কি বোঝো প্রিয় ,কেন বৃষ্টি হয় জোস্নার আড়ালে?
অনুভূতিরা পরশ বুলায় অশ্রুর লেপ্টে যাওয়া কাজলে
তুমি কী ভাবো প্রিয়, রাত কত নিস্তব্ধ
বুকের ভেতরের ভিসুভিয়াস জানে কী খুব অল্প?
প্রিয় তুমি কী একেছো কভু, চূর্ণ হওয়া হৃদয়ের টুকরো?
তারার মেলার মতো হয়রান হয়ে কেই বা এসব গুনলো?
তুমি কী দেখেছো প্রিয় পিন্জিরায় কার বসবাস?
ব্যাথার আঘাতে ঝড়ে যাওয়া আমিটা জীবন্ত এক লাশ।