নিজের মতো করে তুমি
চলবে শীতের সকালে
শীতল ঠান্ডা বাতাসে তুমি
মন খুলে শ্বাস নিবে।

ঘন কুয়াশায় যদি
নাক হয়ে যায় ভার
একটি চুমুক চা খেতে তুমি
কোথায় খুঁজবে স্থান।

জীবন যেন কেটে যায়
আপন গতিময় সময়ে,
কুয়াশাও কেটে যায়
রৌদ্র ভরা দুপুরে।

বিকেলের কোলাহলে
খেলবে তুমি খেলা
সন্ধ্যায় নামবে
পিঠে খাওয়ার মেলা।

আপন মনে হবে খুশি
পেলাম এমন দিন।
সময় যেন থেমে যায়
শেষ না হয় এই দিন।