অতীতের ছায়া।
নবাব শাহজাদা।
ব্যস্ত শহরের পথিক আমি,
শহরের অতীতের ছায়া আমি।
ত্যাগের তীব্র আগুন পেরিয়ে,
মহিমার আলোয় ফিরি বাড়ি।
সাধারণের মাঝে এক আমি,
স্বপ্নের পথে ছুটে চলি আমি।
যদি আসে আমার সেই সময়,
এই দিনগুলোই চাইবো আবার।
বদলে গেছি, অন্য রূপে আমি,
নিজেকে হারিয়ে খুঁজছি আমি।
কোথায় হারালাম আমি নিজেকে,
কীভাবে খুঁজে পাবো আমায়?
অতীতের রঙে পথ দেখাবো,
বইয়ের পাতায় লিখবো আমার নাম।
ক্ষণিকের জন্য থামবে জীবন,
ব্যস্ত শহরের পথিক।