"এই সাধারণ আমি,
ছিলাম দাঁড়িয়ে,  
সবার মাঝে যেন,
গেলাম হারিয়ে।  

কেউ যেন আমায়,
পায় না তাদের মাঝে,  
এমন ভাবে তৈরি হও,
খুঁজে যেন তোমাকে।  
সাধারণের ভিড়ে তুমি
অসাধারণ কেউ হও।  

লোকে দেখে ডাকবে
তোমার নাম ধরে,  
এদিক-ওদিক না তাকিয়ে,  
দাও সাড়া তাদের ডাকে।"