ইতি বলে শেষের ছন্দ,
তবু চলে নতুন বন্ধ।
ইতি যত মিষ্টি হয়,
গল্প শেষে দুঃখ রয়।
ইতি বলে চিঠি শেষ,
তাই তো মনে দুঃখবেশ।
ইতি নিয়ে লিখব কী?
শেষ পাতার চিঠিটি।
তার ছিল শেষের চিঠি,
ছিল তাতে তার স্মৃতি।
আমার ছিল শুরু,
ছিল না তাতে কিছু।
ইতি শেষে থাকে আশা,
শুরু হবে নতুন ভাষা।
ইতি মানে হার নয়,
ইতি মানেই নতুন জয়।
লিখব আমি ইতি নিয়ে,
বলব কি তাতে?
এই শেষ তো শেষ না,
আরও শেষ আছে।