আলো ঝরে চাঁদের তলে,
খুশির সুর বাজে চলে।
নতুন পোশাক, নতুন হাসি,
মনের মাঝে সুখের বাসি।

সকালে বাজে তাকবির ধ্বনি,
আনন্দ ছুঁয়ে যায় যে গগনি।
সবার মুখে খুশির রঙ,
ভেদাভেদ নেই, নেই কোনো জং।

সেমাই-পায়েস, মিষ্টির থালা,
ঘরে ঘরে আনন্দের মালা।
শিশুর হাসি, আশার আলো,
মন ছুঁয়ে দেয় ঈদের আলো।

প্রাণ ভরে সবাই মিলে,
ভালোবাসা ছড়িয়ে দিলাম।
নেই কোনো দুঃখের ছায়া,
ঈদ এনেছে নতুন মায়া।