প্রাচীন ইতিহাসের সাক্ষী তুমি,
গৌরবের ধ্রুবতারা,
তোমার ছায়ায় গড়ে উঠেছে
কত শিক্ষার আলো।
ঢাকা কলেজ, তুমিই সেরা, তুমিই আমাদের গর্ব,
তোমার আলোয় আলোকিত এই শিক্ষার মান।
উনবিংশ শতাব্দীর তুমিই শ্রেষ্ঠ দান,
তুমিই সেই ঐতিহ্য, যেই ঐতিহ্য থাকবে চিরকাল।
তোমার নামেই জ্বলে থাকুক শিক্ষার দীপ্ত বাতি,
ঢাকা কলেজ, তুমিই যেন শিক্ষার সেরা মেলা।
প্রতিটি ইটে বাঁধা আছে ইতিহাসের ভাষা,
প্রতিটি দেয়ালে আঁকা গল্প, শতাব্দীর গৌরব।
তোমার বুকে গড়ে ওঠে বাংলাদেশের স্বরব,
ক্লাসরুম থেকে করিডোরে জীবন খুঁজে খেলা,
তোমার তলে জ্বলে আত্মার আলো,
তোমার কণ্ঠে শোনায় যুক্তির ভালো।
তুমিই আমাদের অনুভূতি, জীবনের একাংশ,
এই হৃদয়ে থাকবে তুমি চিরকাল।
তুমিই আমার সেই প্রিয় লেখা,
ঢাকা কলেজ।