আমি  একবার  তারে দেখিয়াছি  আঁধারে  আড়াল হতে ;
নয়নে সবুজ প্রেম ছায়া তাহার  - --
সোনালী রৌদ্র এসে অঙ্গে তার রঙ মাখায় ;
কাহার সাথে প্রেম সন্ধি তার --  তনয় নাকি প্রকৃতি  ?
ঘাস ফড়িং আজ তার কথা বলে ;
সে কি আসবে না --- আসবে না  বুঝি আর ।

আমি একবার তারে দেখিয়াছি পূর্ণিমায় - জ‍্যোৎস্নায় ;
অলকে বাঁধিয়াছে চন্দ্রিমা, দর্শনে দারুন প্রভা
প্রদীপ জ্বলে নিভে --- আলো অন্ধকার  
কামিনী মাখিয়াছে কৌমুদী।
তাহার অঙ্গীকারে যবনিকা জোনাকি ;
মলয়া সমীর -- আজ তার কথা বলে  
সে কি আসবে না  --- আসবে না বুঝি আর।

আমি একবার দেখিয়াছি - তার সুবর্ণ মূখ ;
বসুমতী আজ তার  রঙ হেরিয়াছে
আদিত‍্য তার তেজ হারিয়াছে -- স্পর্শে পাবক নিভিয়াছে ।
মশগুল সে কোন‍্ ইন্দ্রজালে,
মেঘের পরে রথযাত্রা থামিল তারে দেখি
চোখের শান্ত ছায়ায় -- এই প্রাণ জুড়িয়াছে।
পথের ধূলিকণা শুধু তার কথা বলে
সে কি আসবে না --- আসবে না বুঝি আর ।

আমি একবার দেখিয়াছি -- ঝুম দুপুরে -- সোনালী রৌদ্রে
কাঁঠাল বিটপী ছায়ায়  প্রেম ছিল, রঙ ছিল
বিহগীর মতো চোখ তার - - আমি  দেখিয়াছি।
তারে দেখিয়া আমির আবার ---সিন্ধু সাঁতরে আসিয়াছে ;
কবিতার শব্দ তাকে পেতে চাই,
বর্ণমালা আজ -- তার কথা বলে -- তাকে চাই
সে কি আসবে না -- আসবে না বুঝি আর ।

রাঙা গোধূলিতে  অবকাশে তার হাসি দেখিয়াছি ;
শান্ত হৃদয় আজ -- অব -কীর্ণ সোহাগি মাখা প্রেম,
আজও মগ্ন আমি -- অসীম মশগুলে এখন
কি দিয়ে আঁকা যায়  তার চশমার ফ্রেম।
তোমা হতে  আজ যে কবিতার জন্ম ;
সে কবিতা আজও কেঁদে বলে যায়,
সে কি আসবে না --- আসবে না বুঝি আর।