শিরোনাম :- সবুজ শ‍্যামল
কলমে :- খালিদ বিন আমির


এখানে  সবুজের মাঠ,ধানক্ষেত, ভ'রে করুন সুবাস ;
এখানে সোনালী ধানের পাতা থেকে উড়ে যায় সুদর্শন,
এখানে সবুজ ভাঙায় ঘাসে, বসে আছে ধবল বক
এখানে  আম,কাঠাল, অশ্বথের শাখায় হাসে পল্লবী;
এখানে  ঝুম কলকল শব্দে চলে যায় নদী,
এখানে  ঘাসে সন্ধ্যার বাতাসে - ভাসিয়া যায় জোনাকি;
এখানে ফসলের মাঠ, পথ, নদী, হয়ে থাকে চুপ
এখানে সিমের মাচা থেকে উড়ে যায় মধুকর,
এখানে শরতের মেঘে ভাসিয়া যায় সাদা কাশ ;
এখানে ফসলে,জেগে ওঠে নীল হাঁসি
এখানে রুপকথার- রুপসী কন্যা ফেলেছে সবুজ ছায়া ;
এখানে ভোর আসে বাশবনে পাখিদের গানে,
এখানে সবুজ মৃত্তিকা জুড়ে বাংলার অনন্ত রুপকথা।