তিশা ; এইবার তুমি ফিরে এসো
অতন্দ্র নিশিতে পূর্ণিমায় - জ্যোৎস্নায়,
ফিরে এসো সকল উদ্যান সবুজে ;
যে পারে সাজাতে দিব্যাঙ্গনা তোমায় --
ফিরে এসো হৃদয়ে তার।
পার্শ্বে যে তনয় আশায় থাকে ;
তার প্রেম হয়ে এসো উত্তাল ঢেউয়ে,
তিশা ; সে তোমার মিহির প্রেম
অন্তরীক্ষে যে তোমার ছবি আঁকে--
ফিরে এসো হৃদয়ে তার।
যে এনেছে দারুন জ্যোতি --
ভালোবাসে তোমার কেশদাস ;
তিশা ; সে তোমার প্রেম সিন্ধুতে ভাসে,
ভালোবাসে তোমার উত্তরী তৃষ্ণার্ত দর্শন
তিশা ; ফিরে এসো হৃদয়ে তার।
তোমার অব - কীর্ণ প্রেম ;
সবুজ ঘাসে শিশির হয়ে জমে
ঢের অব - কাশে যে তোমাকে চাই,
যে তোমার চোখের ছায়ায় - হৃদয় জুড়িয়াছে
তিশা ; ফিরে এসো হৃদয়ে তার।